Site icon Jamuna Television

উপাচার্যের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনেও চলছে আন্দোলন

উপাচার্যের পদত্যাগের দাবিতে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। সকাল সাড়ে দশটার দিকে প্রেস ব্রিফিংয়ে আন্দোলনের স্বপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্র-ছাত্রীরা।

তারা জানান, অনিয়ম-দুর্নীতিসহ ১৩টি কারণে উপাচার্যের অপসারণ ও পদত্যাগের দাবি করছেন তারা। এর আগে রাতে ভিসি খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করা হয়। এসময় ভিসিকে দায়িত্ব থেকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিলেও ছাত্র-ছাত্রীরা তা মানেনি।

Exit mobile version