Site icon Jamuna Television

বাথটবে সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী, ছবি দিলেন ইস্টাগ্রামে

সম্প্রতি সুখবর শুনিয়েছেন অভিনেত্রী ব্রুনা আবদুল্লা। কিন্তু সন্তানের জন্ম নিয়ে এত যত্নশীলতা হয়তো প্রকাশ্যে এর আগে কেউ কখনও দেখাননি। কোনও বড় বেসরকারি হাসপাতাল, কিংবা কোনও বড় ডাক্তারের কাছেই অন্তঃসত্তা অবস্থায় অভিনেত্রীরা পরামর্শ নিয়ে থাকেন। কিন্তু সন্তানের স্বাস্থ্যের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিলেন ব্রুনা যা নয়া নজির গড়ল।

হাসপাতালে নয়, তিনি সন্তানের জন্ম দিলেন বাথটবে। কোনও ওষুধের দ্বারা নয়, প্রাকৃতিক নিয়মেই সন্তানকে জন্মদিলেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটা ছবিও পোস্ট করেন ব্রুনা। তাঁর এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। ছবিতে দেখা যায় একটি বার্থটবে তিনি ও তাঁর স্বামী অ্যালান সঙ্গে সদ্যজাত সন্তান।

এই পোস্টটি করেই তিনি জানালেন, সন্তানের জন্ম দেওয়ার জন্য ওষুধের সাহায্য না নেওয়াই উচিত। তবে এই ধরনের পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়ে নজির গড়লেন অভিনেত্রী। জানালেন, এই ধরনের জন্ম দেওয়ার জন্য প্রয়োজন মনের অনেক জোডর। একটি গরম জলপূর্ণ বাথটবে বরকে পাশে নিয়ে জন্ম দিলেন সন্তানের। পাশে পেলেন পরিবারকেও।

সূত্র: এশিয়া নিউজ নেট

Exit mobile version