Site icon Jamuna Television

বিমানে সিগারেট ধরালেন অবাধ্য যাত্রী, বাধ্য হয়ে জরুরি অবতরণ

বিমান উড্ডয়নের ২০ মিটের মাথায় এক অবাধ্য যাত্রীকে নিয়ে সমস্যায় পড়েন কেবিন ক্রুরা। পাশের যাত্রীদের সাথে খারাপ আচরণ শুরু করেন অভিযুক্ত ওই যাত্রী। নিজের সিটে কিল-ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে সিগারেট ধরিয়ে ফুঁকতে থাকেন!

কোনোভাবেই ক্রুরা তাকে নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না। অল্প সময়ের মধ্যেই পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলেন।

এরপর মাঝপথে একটি বিমানবন্দরে নেমে ওই যাত্রীকে রেখে ঘণ্টা দেড়েক পরে আবারও গন্তব্যে রওয়ানা দেয়।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। ফোনিক্স থেকে মিনাপোলিস যাওয়ার পথে ডেনভারে অতবরণ করতে হয় বিমানটিকে।

সূত্র: বিজনেস ইনসাইডার।

Exit mobile version