Site icon Jamuna Television

আওয়ামী লীগের অনেক নেতা নজরদারিতে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অনেক নেতা নজরদারিতে আছেন জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঘর থেকেই অভিযান শুরু হয়েছে। দুর্নীতি দূর করতে সরকার বদ্ধপরিকর।

দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাকের ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, বিদেশ যাত্রায় নেতাকর্মীদের ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। ক্যাসিনোর আইনগত বৈধতা দেয়া হবে কি না, সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। বিশ্বব্যাংক বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করতে চায় জানিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, তাদের প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে সরকার।

Exit mobile version