Site icon Jamuna Television

প্রশ্নফাঁস: গ্রেফতার ৯ জন ২ দিন করে রিমান্ডে

মুন্সিগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতার ৯ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে আমলি আদালত-১ এর বিচারক হায়দার আলী এই আদেশ দেন।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম জানান, গুরুত্ব বিবেচনায় মামলার তদন্তভার গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় গত ১২ ডিসেম্বরের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা পরীক্ষা স্থগিত করা হয়। জড়িত থাকার অভিযোগে দু’দিনের অভিযানে আটক হয় ১৪ জন। তাদের মধ্যে ৯ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রশ্ন ফাঁসের ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করা হয়েছে। স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর।

যমুনা অনলাইন- এফআর

Exit mobile version