Site icon Jamuna Television

ফিলিস্তিন ইস্যুতে কোনো হুমকির তোয়াক্কা নয়: এরদোগান

কোনও শক্তি বা হুমকি তুরস্কককে ফিলিস্তিনিদের ও জেরুজালেমের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

সোমবার যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর ডেইলি সাবাহ আরবির।

এরদোগান বলেন, আল আকসার বিষয়টি শুধুমাত্র ফিলিস্তিনি মুসলিমদের জন্য নয় বরং বিশ্বের সব মুসলিমের জন্য সম্মান ও মর্যাদার প্রতীক। এটা আমাদের প্রথম কিবলা। ফিলিস্তিন ইস্যুতে আমরা কোনো হুমকির তোয়াক্কা করি না।

এসময় ফিলিস্তিনের স্বাধীনতার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম ইস্যুকে তুরস্ক ‘রেড সিগন্যাল’ বিবেচনা করে।

এছাড়াও তিনি গাজায় মুসলিমদের ওপর ইহুদিদের বর্বর হত্যাকাণ্ডের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি দেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version