Site icon Jamuna Television

সুনামগঞ্জে নৌকা ডুবিতে চার শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে নৌকা ডুবিতে চার শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর থেকে একটি যাত্রীবাহী নৌকা ১৫-২০জন যাত্রী নিয়ে উপজেলার চরনাচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে পৌছলে নৌকাটি ডুবে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় মানুষজন এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে হাওর থেকে চার শিশুর লাশ উদ্ধার করা হয়। বেশ কিছু যাত্রী সাতার কেটে তীরে উঠেন। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা স্থানীয়রা নিশ্চিত করতে পারেন নি।

দিরাই থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, চার জনের লাশই উদ্ধার হয়েছে। পুলিশ উদ্ধার তৎপরতা চালাতে নৌকাযোগে ঘটনাস্থলে রওনা হয়েছে।

Exit mobile version