Site icon Jamuna Television

জাতিসংঘে কাশ্মির পরিস্থিতি নিয়ে এরদোগানের ভাষণ

ভারত অধিকৃত কাশ্মিরে মানবিক সংকট ও সেখানকার নাগরিকদের অধিকারের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

মঙ্গলবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে তুর্কি প্রেসিডেন্ট কাশ্মির ইস্যুটি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন। খবর আনাদলু ও এক্সপ্রেস ট্রিবিউনের।

এরদোগান বলেন, জাতিসংঘের রেজুলেশন থাকা সত্বেও বিগত ৭২ বছরে কাশ্মির সংকটের কোনো সূরাহা করা যায়নি। গত ৫০ দিন যাবত উপত্যকাটিতে কারফিউর কারণে সেখানকার মানুষ অবরুদ্ধ জীবনযাপন করছে। তারা সেখানে খাঁচাবন্দী অবস্থায় রয়েছে।

কাশ্মির ইস্যুকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধি থেকে আলাদা করা যাবে না মন্তব্য করে এরদোগান কাশ্মির নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সমাধানের জন্য সংলাপের আহ্বান জানান।

তিনি বলেন, কাশ্মিরি জনগণকে তাদের পাকিস্তান ও ভারতীয় প্রতিবেশীদের সঙ্গে একসঙ্গে সুরক্ষিত ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। সংলাপের মাধ্যমে ন্যায়বিচারের ভিত্তিতে সমস্যাটি সমাধান করা জরুরি। কোনো ধরণের সংঘাত বা সংঘর্ষের মাধ্যমে বিষয়টির সমাধান হবে না।

Exit mobile version