Site icon Jamuna Television

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

রাজধানীর হাতিরপুল এলাকায় র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

র‍্যাব জানায়, নিহত সুশান্ত দীর্ঘদিন ধরেই মোটর সাইকেলে করে ধানমন্ডি এলাকায় ছিনতাই করে আসছিলো। মঙ্গলবার রাতে অভিযোগের প্রেক্ষিতে ছিনতাইকারী দলের পিছু নেয় র‍্যাব। ১২ টার কিছু পর তিনজনের দলটিকে আটক করতে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে তারা। পাল্টা জবাব দেয়া হলে ঘটনাস্থলেই নিহত হয় সুশান্ত সুমন নামের এক ছিনতাইকারী। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এক ছিনতানইকারী পালিয়ে গেছে।

Exit mobile version