Site icon Jamuna Television

ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

জাতিসংঘ মহাসচিবের দেয়া মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কুশল বিনিময় ছাড়াও দু’জন বেশ কিছুক্ষণ কথা বলেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ট্রাম্পকে স্বাগত জানান অ্যান্তোনিও গুতেরেস। তারপরই শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কুশল বিনিময় করেন। দু’জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। পরে মহাসচিব এবং ডোনাল্ড ট্রাম্পসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ ১৫ রাষ্ট্র ও সরকারপ্রধান। এসময় অতিথিরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন।

Exit mobile version