Site icon Jamuna Television

ট্রাম্পের অভিশংসন নিয়ে ডেমোক্র্যাটদের তদন্তের ঘোষণা

যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে তদন্ত শুরুর ঘোষণা দিলো ডেমোক্র্যাটরা। বিরোধী দলীয় নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে রাজনৈতিকভাবে হেনস্তা চেষ্টার অভিযোগে, নেয়া হয় এ পদক্ষেপ।

ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে, মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ- প্রতিনিধি পরিষদের প্রধান ন্যান্সি পেলোসি দেন এ ঘোষণা। তিনি জানান, ট্রাম্পের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় ঝুঁকি এবং মার্কিন সংবিধান পরিপন্থি বিবেচনায় এ সিদ্ধান্তে পৌঁছেছে বিরোধী দল। কেউ আইনের ঊর্ধ্বে নয়। জবাবদিহিতা করতে হবে মার্কিন প্রেসিডেন্টকেও।

এর আগে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে, বাইডেন পরিবারের কথিত দুর্নীতির তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগের অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ প্রত্যাখ্যান করলেও, ভোলোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপে এ নিয়ে আলোচনার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

Exit mobile version