Site icon Jamuna Television

পাইলটের আসনে কিশোর, জঙ্গলে বিধ্বস্ত হলো বিমান

মাত্র ১৭ বছরের কিশোরই চালাচ্ছিল বিমানটি। তাও আবার তার সাথে আর কেউই ছিল না ওই বিমানে। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে এক জঙ্গলে। মারা গেছেন কিশোর পাইলটও।

ঘটনাটি ঘটেছে গত সোমবার যুক্তরাষ্ট্রের আরকানসাসের ওয়াশিংটন কাউন্টিতে।

সিএনএন জানিয়েছে, নিহত পাইলটের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। গেব্রিয়েল হ্যাটন নামে ওই কিশোর বিমানটি নিয়ে ওই অঞ্চল দিয়ে ওড়ার সময় সেটি বিধ্বস্ত হয়।

স্থানীয়রা দুর্ঘটনা দেখে পুলিশকে জানান। একজন স্থানীয় অধিবাসী জানান, বিমানটি আকাশ থেকে পড়ার আগে তারা ইঞ্জিনের বিকট শব্দ শুনতে পেরেছেন।

হ্যাটনের বাবা একজন ধর্মযাজক। তিনি ফেসবুকে একটি পোস্টে ছেলের মৃত্যুর কথা জানিয়েছেন।

Exit mobile version