Site icon Jamuna Television

‘মিন্নিকে দেখলে এখন ছবি তুলতে আসে সবাই’

আগে সব মানুষ আমাদের দিকে, আমার মেয়ে মিন্নির দিকে কেমন কেমন করে করে তাকাতো। আর এখন দেখলে মানুষের উৎফুল্ল হয়। মিন্নির জামিন হওয়ার পর একদম পাল্টে গেছে পরিস্থিতি। কথাগুলো বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডে আলোচিত নাম, রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের।

মিন্নিকে নিয়ে মঙ্গলবার রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে গিয়েছিলেন বাবা কিশোর। যমুনা নিউজকে বলেন, মিন্নিকে দেখে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। পুরো মার্কেটের মানুষ একত্র হয়ে গিয়েছিল। মেয়েকে জামা-কাপড় কিনে দিলাম। দোকানিও খাওয়াতে চেয়েছে। দামে ডিসকাউন্ট দিয়েছে।

মিন্নির বাবা আরো বলেন, মানুষ শুধু জড়োই হয় না। ছবি তুলবেই তুলবে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না।

মিন্নিরা যখন শপিং করছিলেন তখনকার কিছু ছবি এসেছে যমুনা অনলাইনের কাছে। সেখানে মানুষের উচ্ছ্বাসও স্পষ্ট। মিন্নির বাবা বলেন, এটা মানুষের সম্মান। এই সম্মানের মর্যাদা যেন তারা রাখতে পারেন।

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বর্তমানে ঢাকায় অবস্থান করছেন মিন্নি ও তার বাবা। ক’দিন আগে মিন্নির আইনজীবীর সাথে সাক্ষাৎ করতে হাইকোর্ট ভবনে যান তারা।

Exit mobile version