Site icon Jamuna Television

ইয়াবাসহ আটক কারারক্ষী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের লাউদিয়া এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ বুধবার সকালে অভিযান চালিয়ে হুসাইন কবির নামের এক কারারক্ষীকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হুসাইন কবির মেহেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাসাস্তকৃত কারারক্ষী। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের মৃত মেসের আলীর ছেলে।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজ বুধবার সকালে সদর উপজেলার লাউদিয়া গ্রামে অভিযান চালায়।

অভিযানকালে হুসাইন কবির নামের এক যুবকককে আটক করে। এ সময় তারা তার দেহ তল্লাসী চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে।

এ বিষয়ে মেহেরপুর জেল সুপার কামরুল হুদার সাথে কথা বল্লে তিনি জানান, এর আগে ঝিনাইদহ জেলা কারাগারের কারারক্ষী ছিলেন। সেখান থেকে সাময়িক বরখাস্ত হয়ে মেহেরপুর জেলায় এসেছেন।

Exit mobile version