Site icon Jamuna Television

রাজধানীতে নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা গ্রেফতার

রাজধানী থেকে  নব্য জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সামাদ ওরফে আরিফ মামুসহ ৩ জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এসময় তাদের কাছ থেকে ২শ’ ডেটোনেটর, নাইন.এম.এম পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করা হয় তাদের। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নব্য জেএমবি গড়ে ওঠার পেছনে আব্দুস সামাদ ওরফে আরিফ মামুর ভূমিকা অন্যতম। সম্প্রতি তারা ঢাকা এসেছিলো ডেটোনেটর এবং অস্ত্র অন্য কাউকে হস্তান্তর করতে।

এখন পর্যন্ত ২ শতাধিক নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার এবং কাউন্টার টেরোরিজমের অভিযানে প্রায় ৮০ জঙ্গি নিহত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

যমুনা অনলাইন- এফআর।

Exit mobile version