Site icon Jamuna Television

এক কোটি টাকার জালনোটসহ আটক ২

সাভারের আশুলিয়ায় ১ কোটি টাকার জালনোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।

বুধবার দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদেরকে আটক করে র‌্যাব ৪। আটককৃতরা হলেন সেকেন্দার ও নাহিদ।

র‌্যাব জানায় দুপুরে র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা গোপন সংবাদের ভিত্তিতে টাকা কেনার কথা বলে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে এক কোটি টাকার জালনোটসহ ওই দুই জনকে আটক করে। এসময় তাদের কাজ থেকে এক হাজার টাকার এক’শটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায় আটক দুই জাল নোট ব্যবসায়ী সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলো।

Exit mobile version