Site icon Jamuna Television

চলে গেলেন এবিএম মহিউদ্দীন চৌধুরী

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রাত সাড়ে তিনটায় নগরীর ম্যাক্স হাসপাতালে মারা যান তিনি।দীর্ঘদিন ধরে কিডনী, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এই বর্ষীয়ান নেতা। অবস্থার অবনতি হলে গতরাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সাড়ে তিনটার দিকে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। রাতেই চশমা হিলের বাসভবনে নেয়া হয় মহিউদ্দীন চৌধুরীর মরদেহ। আজ বিকেল চারটায় লালদীঘি মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর পারিবারিক কবরস্থানে দাফন করার কথা জানিয়েছেন স্বজনরা। মহানগর আওয়ামী লীগের সাবেক এই মেয়র ১৯৯৪ সাল থেকে টানা ১৭ বছর, তিন মেয়াদে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।

Exit mobile version