Site icon Jamuna Television

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জন

পাকিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে চারশতাধিক মানুষকে।

কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবারের ৫ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পে ধ্বসে গেছে আজাদ কাশ্মিরের বেশিরভাগ মহাসড়ক। ক্ষতিগ্রস্থ হয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। ধংস্তুপের নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে চলছে উদ্ধারকাজ।

তবে সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় দূরের এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না বলেও জানানো হয়। আজাদ কাশ্মির ছাড়াও, ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয় ইসলামাবাদ, পেশোয়ার, রাওয়ালপিন্ডি, লাহোর, শিয়ালকোটসকহ বিভিন্ন এলাকা।

Exit mobile version