Site icon Jamuna Television

সৌদিতে ছোঁড়া মিসাইলগুলো ইরানের: যুক্তরাষ্ট্র

হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে মূলতঃ মধ্যপ্রাচ্যে অস্থিরতা উসকে দিচ্ছে ইরান। বৃহস্পতিবার, ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে দেয়া ভাষণে এ মন্তব্য করেন, জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি।

জানান, দেশটির বিরূদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অকাট্য প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র। যা, আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। সৌদি আরব লক্ষ্য করে হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন, হ্যালি। যাতে বলা হয়েছে, মিসাইলগুলোতে ইরানের ট্রেডমার্ক ছিলো। এমনকি, দেশটির যে নিজস্ব প্রযুক্তিগত বৈশিষ্ট্য; সেসবও মারণাস্ত্রগুলোয় স্পষ্ট। মধ্যপ্রাচ্যের ওপর থেকে ইরানের প্রভাব বলয় সরানোর জন্য আন্তর্জাতিক মহলকে একাট্টা হওয়ার আহ্বান জানান, নিকি হ্যালি।

Exit mobile version