Site icon Jamuna Television

গাজীপুরে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলের বসুগাঁও এলাকায় নিজ বাড়িতে স্বামী স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত আবুল কালাম বসুগাঁও এলাকার তারা মিয়ার ছেলে। তার স্ত্রী পুতুলকে নিয়ে স্বপরিবারে ওই এলাকায় বসবাস করতেন।

পূবাইল থানার ওসি নাজমুল হক জানান, আবুল কালাম তার স্ত্রীকে নিয়ে বসুগাঁও এলাকার জিএম টেক্সটাইলের পেছনে বসবাস করতেন। গেল রাতে দুর্বৃত্তরা আবুল কালাম ও তার স্ত্রীকে নিজ কক্ষে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওই দম্পতির মৃত্যু হয়। ভোরে এলাকাবাসি হত্যাকাণ্ডের বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ওই দম্পতির দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

ওসি আরো জানান, কী কারণে এবং কারা এই জোড়া খুন করেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। আলামত সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Exit mobile version