Site icon Jamuna Television

২৪ ঘণ্টায় মাদারীপুরে শতাধিক স্থাপনা নদীতে বিলীন

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের শিবচরে একটি তিন তলা স্কুল ভবন, মাদ্রাসাসহ শতাধিক ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এর দুদিন আগে বিদ্যালয় সংলগ্ন দ্বিতল বিশিষ্ট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনসহ শতাধিক ঘর বাড়ি বিলীন হয়।

এরআগে আগষ্ট মাসে এই ৩ টি ইউনিয়নেই একটি মাদ্রাসা, ৫ শতাধিক ঘরবাড়ি, ব্রিজ কালভার্ট, ফসলি জমি পদ্মা নদীগর্ভে বিলীন হয়। এখনো ভয়াবহ ভাঙ্গন ঝূকিতে রয়েছে চরাঞ্চলের ৪টি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, হাসপাতালসহ বহু স্থাপনা ফসলি জমি। উর্ধ্বতন কর্মকর্তারা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

Exit mobile version