Site icon Jamuna Television

মোদি-ট্রাম্প বৈঠকে, ভারতীয় নারীর খাবার চুরির ভিডিও ভাইরাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বৈঠকে ব্যস্ত। তখন সেই হিউস্টনের এক হোটেলে ভারতীয় দম্পতির খাবার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল। খবর আনন্দবাজার।

ভিডিওতে দেখা যায়, এক ভারতীয় দম্পতি হোটেলে বসে কেক খাচ্ছিলেন, পাশের সবাই যখন খাবার খেতে ব্যস্ত। কিছুক্ষণ পর নারীটি এদিক ওদিকে তাকিয়ে কেকগুলো ব্যাগে ভরে ফেলতে শুরু করে। খাবার লুকিয়ে নেওয়ার সময় অত্যন্ত সতর্ক ছিলেন ওই নারী। আশপাশের কেউ তার ওপর নজর রাখছে কিনা, সেটাও বার বার খেয়াল করেছেন তিনি। কিন্তু তিনি জানতেন না তার চুরি ততক্ষণে ক্যামেরায় ধরা পড়ে গেছে।

এটাই প্রথম না এরআগেও ভারতীয়রা হোটেলে চুরি করে ধরা পড়েছিলো। গত জুলাই মাসেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হোটেলের ঘর থেকে শ্যাম্পু, সাবান, তোয়ালে, হেয়ার ড্রায়ার এমনকি পেন্টিং পর্যন্ত সুটকেসে ভরে নিয়ে যাওয়ার সময় ধরা পরে ভারতীয় দম্পতি। এছাড়া ২০১৭ সালে বিমানবন্দরে এক প্রবাসীর ব্যাগ থেকে আম চুরি করেছিলেন দুই ভারতীয়।

Exit mobile version