Site icon Jamuna Television

চোখে কালো কাপড় বেধে শিক্ষার্থীদের প্র‌তিবাদ

চো‌খে কা‌লো কাপড় বেধে ভি‌সির নানা অ‌নিয়ম দুর্নী‌তির প্র‌তিবাদ জানিয়েছে গোপালগঞ্জের ব‌শেমুর‌বিপ্র‌বির শিক্ষার্থীরা। এরআগে আজ বৃহস্পতিরা সকাল ১১ টায় জয় বাংলা চত্ব‌রে প্রেস ব্রি‌ফিং করে শিক্ষার্থীরা।
লি‌খিত বক্তব্য পাঠ ক‌রেন আইন বিভা‌গের তৃতীয় ব‌র্ষের ছাত্র হাসান মাহমুদ।

লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, ভি‌সির নানা অ‌নিয়ম, দুর্নী‌তি, নৈ‌তিক স্খলন, ভর্তি ও নিয়োগ বা‌ণিজ্য, স্বজন প্রী‌তির বিরু‌দ্ধে শিক্ষার্থী‌দের অনশন এবং অবস্থান কর্মসূ‌চির ৮ম দিন চল‌ছে। অথচ আন্দোলন‌টি‌কে ভিন্ন খা‌তে নেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভুয়া একাউন্ট খু‌লে শিক্ষক‌দের না‌মে অশালীন ও বা‌জে মন্তব্য ক‌রে শিক্ষার্থী‌দের না‌মে দায় চাপা‌চ্ছে। শুরু তাই নয় শিক্ষার্থী‌দের ম‌ধ্যে কোন্দল সৃ‌ষ্টির চেষ্টা চালা‌নো হ‌চ্ছে।

Exit mobile version