Site icon Jamuna Television

ফুওয়াং ক্লাবে বিদেশি মদ জব্দ, আটক ৩

রাজধানীর তেজগাঁও’য়ে ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ বিদেশি মদ জব্দ করেছে র‍্যাব। রাতভর অভিযান শেষে সকালে সংবাদ সম্মেলনে র‍্যাব কর্মকর্তারা জানান, ফু-ওয়াং ক্লাবে বৈধ লাইসেন্সের আড়ালে অবৈধ মদ বিক্রি করা হতো। গত রাত ১২টা থেকে এই অভিযান পরিচালনা করে র‍্যাব।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আজ বেলা সাড়ে এগারটার দিকে আনুষ্ঠানিক ব্রিফ করা হয়। এ সময় র‍্যাব কর্মকর্তারা জানান, অবৈধ বিদেশি মদ রাখার দায়ে ফুওয়াং ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে হোটেলের ম্যানেজারসহ তিন কর্মচারীকে। সেই সঙ্গে ফু ওয়াং ক্লাবের মালিক শেখ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করার কথাও জানান কর্মকর্তারা। অভিযান শেষে ক্লাবটি সিলগালা করে দেয়া হয়। সোমবার ক্লাবটিতে অভিযান চালিয়ে শূন্য হাতেই ফেরে পুলিশ।

Exit mobile version