Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতার ও সিসি ক্যামেরা স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

মাদক-মানব পাচার, জঙ্গিবাদী কার্যক্রম যাতে না হয়, এজন্য রোহিঙ্গা ক্যাম্পে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। পাশাপাশি ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলেও জানান তিনি।

দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সমাবেশকে সরকার নেতিবাচকভাবে দেখেনি; তারা নিজেদের অধিকারের কথা বলেছে।

মন্ত্রী আরও জানান, খুব তাড়াতাড়ি রোহিঙ্গা সংকটের সমাধান হবে না। তবে তারা যেন অপরাধমূলক কাজে জড়িয়ে না পড়ে, তাই প্রধানমন্ত্রীর নির্দেশে কাঁটাতারের বেড়া দেয়া হবে।

Exit mobile version