Site icon Jamuna Television

জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধিঃ
জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ এবং ভর্তুকির দাবিতে চরের জমিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর দুমকি উপজেলার আলগী এলাকার চরে দেড় শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অংশ নেয়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, পটুয়াখালীর লেবুখালীতে নির্মাণাধীন শেখ হাসিনা সেনা নিবাসের জন্য যে জমি অধিগ্রহণ করা হয়েছে তাতে বরিশাল জেলার জমির মালিকদের ক্ষতিপূরন দেয়া হলেও পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আলগী মৌজার ক্ষতিগ্রস্ত জমির মালিকদের কোনও ক্ষতিপূরণ কিংবা ভর্তুকি প্রদান করা হয়নি। ক্ষতিপূরণ প্রাপ্তিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Exit mobile version