Site icon Jamuna Television

বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আওয়ামী লীগের সদর উপজেলা সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো এ মামলাটি করেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যড. মোস্তাক আলম টুলু জানান, দন্ডবিধির ৫৫৩, ৫০৫ সংশ্লিষ্ট ধারায় মামলা আমলে নিয়ে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানার জন্য আদালতের কাছে প্রার্থনা করা হয়েছে। আদালত পরবর্তীতে তা পর্যালোচনা করে আদেশ দেবেন।

Exit mobile version