Site icon Jamuna Television

সৃজিত-মিথিলার বিয়ে?

আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। সৃজিত আর মিথিলা বিয়ে করছেন। যদিও সৃজিত এরআগে বলেছেন তাদের মধ্যে ভালো বন্ধুত্ব অন্য কিছু নয়। তবে এবারের গুঞ্জন শুরু হয় গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনে মিথিলার উপস্থিতি নিয়ে।

একটি ছবিতে দেখা যায় ঘরোয়াভাবে করা সৃজিতের জন্মদিনের অনুষ্ঠানে বাংলাদেশি অভিনেত্রী মিথিলার প্রাণবন্ত হাসিখুশি উপস্থিতি। এরপরই আবার শুরু হয় বিয়ের গুঞ্জন।

যদিও এর আগেও স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জয়া আহসান ও রাজনন্দিনীর সাথে সৃজিত মুখোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন ছড়ায়।

গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সখ্যতা তৈরি হয় সৃজিতের। এরপর মিথিলাকে নিয়ে ঘোরাঘুরি ও পার্টিতে অংশ নিতে দেখা যায়।

Exit mobile version