Site icon Jamuna Television

সহায়তার চাল কম দেয়ায় মৎস্যজীবীদের মানববন্ধন-বিক্ষোভ

বাহেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা ইউপি চেয়ারম্যান কর্তৃক জেলেদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া সহায়তার চাল কম দেয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শরণখোলার পাঁচরাস্তা মোড়ে মৎস্যজীবী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে পথসভা করে চাল বঞ্চিতরা।

পথসভা চলাকালে অভিযুক্ত বায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের নেতৃত্বে আর একটি বিক্ষোভ মিছিল নিয়ে সভাস্থল অতিক্রম করার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Exit mobile version