Site icon Jamuna Television

প্রধানমন্ত্রী সাহসী বলেই আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়কারীদের ধরতে পারছে: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী সাহসী বলেই আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়কারীদের ধরতে পারছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

দুপুরে, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘ইনডেমনিটি- এক কালো অধ্যায়’ আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময়, বিএনপি আপাদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত মন্তব্য করে আওয়ামী লীগকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স না শেখানোর আহ্বান জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিতের দাবি জানায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এর আগে, সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

Exit mobile version