Site icon Jamuna Television

জয়পুরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ মাতা শেখ ফজিলাতুন্নেছা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রথম খেলায় পাঁচবিবি উপজেলা অনূর্ধ্ব-১৭ বালিকা দল জয়পুরহাট সদর উপজেলা বালিকা দল কে ৩-০ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পাঁচবিবি বালিকা দলের রাহাত।

এদিকে বালকদের খেলায় জয়পুরহাট পৌরসভা পাঁচবিবি উপজেলা বালক দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় জয়পুরহাট পৌরসভা একাদশের তানজীম হীরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলাইমান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

৮ দিন ব্যাপী এ টুর্নামেন্টে জয়পুরহাটের ৫ উপজেলা ও পৌরসভার বালক-বালিকা পর্যায়ের ১২টি দল অংশ গ্রহণ করে।

Exit mobile version