Site icon Jamuna Television

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

ময়মনসিংহের তারাকান্দায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল করিম (৪৫)। তিনি উপজেলার নলকাকরা গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা ছিলেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদক বিক্রেতারা উপজেলার মোকামিয়াকান্দা এলাকায় অবস্থান করছে- এমন খবরে ডিবির একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। এ সময় গুলিতে আবদুল করিম আহত হন। পরে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসির দাবি, নিহত করিমের বিরুদ্ধে থানায় ১৩টি মাদকের মামলাসহ ১৫টির বেশি মামলা রয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

Exit mobile version