Site icon Jamuna Television

ক্যাসিনোর অভিযানের সাময়িক চমক সৃষ্টি করবেন না: মেনন

ক্যাসিনোর অভিযানের সাময়িক চমক সৃষ্টি না করে, লাগাতার সুশাসনের নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনেন।

শুক্রবার সকালে আশুলিয়া প্রেসক্লাবে অডিটরিয়ামে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জিয়ার আমল থেকেই ক্লাবে জুয়া-হাউজি বহুদিন ধরে চালু আছে, ক্যাসিনো এসেছে হয়তো ২০১৭-১৮ সালে। তাই পরস্পর দোষারোপ করে লাভ নেই, ব্যবস্থাটা বদলাতে হবে।

এদিকে ক্যাসিনো ইস্যুতে তাকে জড়িয়ে সংবাদ ফলাও করে ছাপানোর দায় চাপালেন সাংবাবিদকদের ওপর।

Exit mobile version