Site icon Jamuna Television

আফগানিস্তানের প্রধান কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার

আজ আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে। বেশ কিছুদিন যাবৎ কোচ সন্ধানে ছিল আফগান ক্রিকেট বোর্ড। ৫০ জন আবেদনকারীর মধ্যে থেকে ল্যান্স ক্লুজনারকে বেছে নেয়া হয়েছে। নভেম্বর মাসে উইন্ডিজের বিপক্ষে আফগানদের সিরিজই হবে ল্যান্ড ক্লুজনারের প্রথম পরীক্ষা।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও লুৎফল্লাহ বলেন, ল্যান্স ক্রিকেট বিশ্বের একটি প্রতিষ্ঠিত নাম। তার কোচ ও খেলোয়াড় জীবনের অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের জন্য খুবই ভালো হবে।

আগ্রাসী ব্যাটিং ও ফাস্ট মিডিয়াম সুইং বোলিংয়ে সবিশেষ দক্ষ ছিলেন ল্যান্স ক্লুজনার। ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তিনি।

১৯৯৬/৯৭ মৌসুমে কলকাতায় অনুষ্ঠিত টেস্টে ভারতের বিপক্ষে অভিষিক্ত হন। ২০০০ সালে উইজডেন কর্তৃপক্ষ তাকে উইজডেন বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে।

Exit mobile version