Site icon Jamuna Television

ভিসিকে লালকার্ড দেখালেন শিক্ষার্থীরা, ‘ভুত তাড়ানো’র আয়োজন

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ভিসি (উপাচার্য) ড. খোন্দাকার নাসিরউদ্দিনকে ‘লালকার্ড’ দেখালেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার বিকাল ৫টায় আন্দোলন নবম দিনে শিক্ষার্থীরা তাকে লালকার্ড দেখিয়ে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানান।

ভিসির পদত্যাগের দাবিতে রাত ৮টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে মশাল মিছিল বের করবেন। সন্ধ্যা ছয়টার পর ভিসির কুশপুত্তলিকা বানিয়ে সেটি ঘিরে ‘ভুত তাড়ানো’র আয়োজন করেন শিক্ষার্থীরা। এর আগে বেলা সাড়ে ১১টায় তারা ভিসির আরেকটি কুশপুত্তলিকা দাহ করেন।

সকাল থেকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। ভিসির বিরুদ্ধে নানা স্লোগানে ক্যাম্পাস মুখর করে রেখেছেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন,ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

গত ১৯ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা ভিসি’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নিয়ে আন্দোলন শুরু করেন।

Exit mobile version