Site icon Jamuna Television

নোয়াখালীতে ‘আনসার উল্লাহ বাংলা’ টিমের ২ সদস্য গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:ৎ

নোয়াখালীর চাটখিলের নোয়াখলা গ্রাম থেকে আনসার উল্লাহ বাংলা টিমের ২ সদস্য মেহেদী হাসান জয় (২১) এবং শাহজাহান (১৯) নামের ২ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে ।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এন্টিকাউন্টার টেরোরিজম ইউনিট তাদেরকে গ্রেফতার করে।

পরে গ্রেফতারকৃতদের শুক্রবার থানা পুলিশের নিকট হস্তান্তর করে। থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় এবং শুক্রবার দুপুরের দিকে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।

গ্রেফতারকৃত জঙ্গি মেহেদী হাসান জয় রামগঞ্জ উপজেলার ভাটিয়াল গ্রামের মো:মোশারফ হোসেনের ছেলে। সে বর্তমানে চাটখিলের ঘাসিপুর গ্রামে আত্মগোপনে ছিলো। জঙ্গি শাহজাহান উত্তর শ্রীনগর গ্রামের মৃত হোসেনের ছেলে।

চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এন্টিকাউন্টার টেরোরিজম ইউনিট মেহেদী ও শাহজাহানকে দীর্ঘদিন থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছিলো। বৃহস্পতিবার রাতে তাদেরকে নোয়াখলা গ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই ও জঙ্গি হামলায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়

Exit mobile version