Site icon Jamuna Television

শুভ মহালয়া আজ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ; দেবীপক্ষের শুরু। শ্রী শ্রী চন্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই ভক্তদের কাছে মহালয়া নামে পরিচিত।

ভোর থেকে শুরু হওয়া মহালয়ার আনুষ্ঠানিকতায় চন্ডী পাঠে জানান দেয়া হচ্ছে দেবীর আবাহন। মহালয়া’র অর্থ দুর্গাপূজার দিন গণনা। মহালয়ার ছয় দিন পর হয় মহাসপ্তমী। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আগমনী সুর বেজেছে আজ থেকে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের মন্দিরগুলোয় দেবীপক্ষের সূচনালগ্নে বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় দুর্গতি নাশ করে দেবীদুর্গা চারপাশে আলো ছড়াবেন এমন প্রার্থনা করা হয়।

Exit mobile version