Site icon Jamuna Television

নির্বাচন নিয়ে মানুষের আস্থাহীনতা দূর করতে চায় ইসি

নির্বাচন নিয়ে যে আস্থাহীনতা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তা ফিরিয়ে আনতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম।

আজ শুক্রবার রংপুরে তিনি বলেন, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। রংপুর সিটির আসন্ন নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের এক কর্মশালা শেষে যমুনা নিউজকে এসব কথা বলেন মোহাম্মদ রফিকুল ইসরাম।

তুচ্ছ কারণে অভিযোগ করা রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচনের পথে যে কোন প্রতিবন্ধকতা কঠোর হাতে দমন করা হবে। রফিকুল ইসলাম আরও বলেন, প্রার্থীদের অনেক অভিযোগ ভিত্তিহীন। বাড়তি সুবিধা পেতেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রার্থীরা।

Exit mobile version