Site icon Jamuna Television

মালয়েশিয়া বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান ৮ অক্টোবর

আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করছে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

এ লক্ষ্যকে সামনে রেখে ৮ অক্টোবর মালয়েশিয়ার আই এন টি আই ইন্টা: ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা করতে যাচ্ছে ২০১৯ বেষ্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড ও কালচারাল নাইট অনুষ্ঠান।

এরই মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে রিহার্সাল। শুধু তাই নয় দেশীয় খাবার প্রদর্শনেও চলছে স্টল সাজানো।

স্টল সাজিয়ে লোকশিল্প, দেশীয় খাবারসহ নানা সামগ্রী প্রদর্শনীতে ব্যস্ত রয়েছে শিক্ষার্থীরা। এই উৎসবে সুদান, ফিলিস্তিন, পাকিস্তান, রাশিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, আমেরিকাসহ বিশ্বের ৬০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেবেন বেষ্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড ও কালচারাল নাইট অনুষ্ঠানে।

অনুষ্ঠানের অর্গানাইজারের দায়িত্বে রয়েছেন, ইন্টারন্যাশনাল ষ্টোডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট উমাইর চৌধুরী ও ইন্টারন্যাশনাল ষ্টোডেন্ট সোসাইটির মাল্টিমিডিয়া ডাইরেক্টর ওয়ালিদ চৌধুরী। আর পারফরমেন্সে রয়েছেন, সায়েম, ফরহাদ, অমিত, সিয়াম, সাইফ, আনিকা, রিতি, উসমিলা প্রমুখ।

Exit mobile version