Site icon Jamuna Television

‘যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের আওয়ামী লীগে এনেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা’

গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের আওয়ামী লীগে এনেছেন কিংবা অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারিদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও শুরু হচ্ছে। গুটিকয়েক লোকের কারণে দলের অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নেবে না।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Exit mobile version