Site icon Jamuna Television

বিশ্ব হার্ট দিবস আজ

বিশ্ব হার্ট দিবস আজ। ‘বি এ হার্ট হিরো’ এই প্রতিপাদ্যে দেশেও পালিত হচ্ছে দিবসটি।

আজ রোববার সকালে রাজধানীর কুর্মিটোলায় আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে র‍্যালী বের করা হয়। পরে সেমিনারে যোগ দেন র‍্যালীতে অংশ নেয়া মেডিকেল শিক্ষার্থী-শিক্ষক ও সাধারণ মানুষ।

সেমিনারে বক্তারা বলেন, বিশ্বে এক নম্বর ঘাতক হৃদরোগ। নিয়মিত যত্নে এ থেকে মুক্তি মিলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সামরিক চিকিৎসা মহাপরিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. ফসিউর রহমান। এছাড়াও কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেলসহ বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ সামরিক চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সেমিনারের সভাপতিত্ব করেন জেনারেল মো. মোস্তাফিজুর রহমান কমান্ডান্ট. আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজ।

Exit mobile version