Site icon Jamuna Television

বিএনপি আমলে অর্জিত অবৈধ সম্পদেরও হিসাব নেয়া হবে: কাদের

সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোন উদ্যোগ এখনও নেয়া হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কে রমিজ উদ্দিন কলেজ সংলগ্ন নির্মাণাধীন আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, সড়ক নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে গঠন করা টাস্কফোর্সের কাজ দ্রুতই শুরু হবে। এসময় চলমান দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী। জানান, শুধু দলীয় লোক নয়, বিএনপি সরকারের আমলে অবৈধভাবে যে সম্পদ আহরণ করা হয়েছে সেগুলোর হিসাবও নেয়া হবে।

Exit mobile version