Site icon Jamuna Television

সম্রাটের আটকের খবর নিশ্চিত হতে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের ভিড়

যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের আটক নিয়ে চলছে নানান গুঞ্জন। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, শিগগিরই তার আটকের বিষয়ে জানা যাবে।

মন্ত্রীর এমন কথায় সাধারণের মধ্যে আগ্রহ বেড়ে যায়। তাহলে কি গত কয়েকদিন ধরে কোনো সন্ধান না থাকা সম্রাট আটক হচ্ছেন?

জল্পনা কল্পনার মধ্যেই আজ রোববার সকাল থেকে রাজধানীতে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের ভিড় জমে। ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি সম্রাটের সর্বশেষ অবস্থার তথ্য জানতে মুখিয়ে আছেন সাংবাদিকরা। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হচ্ছে না।

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগের কয়েকজন নেতা গ্রেফতার হওয়ার পর সম্রাটের নাম আসতে থাকে গণমাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, প্রতি রাতে ৪০ লাখ টাকা রাজধানীর ১৫টি ক্যাসিনো থেকে চাঁদা হিসেবে পেতেন ইসমাইল হোসেন সম্রাট।

সম্রাটের ঘনিষ্ট বলে পরিচিত তারই কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া ক্যাসিনো পরিচালনা ও মানি লন্ডারিং মামলায় বর্তমানে জেলে আছেন। তাকে গত সপ্তাহে তার গুলশানের বাসা থেকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করা হয়।

Exit mobile version