Site icon Jamuna Television

বরিশালে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাধনা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাধনা রানীর বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাধনাকে শনিবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে মারা যান তিনি। এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১১ রোগীর মৃত্যু হলো। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৩ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩৪২ জন রোগী।

Exit mobile version