Site icon Jamuna Television

ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক রবিউল ইসলাম (৫০) নিহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার দর্শনা হঠাৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ইজিবাইকের আরো দুই যাত্রী।

নিহত রবিউল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের মিরাজ বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে দর্শনা থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। এসময় দর্শনা রেলগেইট এলাকায় পৌঁছলে পিছন দিকে থেকে দ্রুতগতির একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। আহত হয় ইজিবাইক চালক ও যাত্রীরা।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চালক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। পরে অন্য আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে মাদ্রাসা ছাত্রী সাদিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

Exit mobile version