Site icon Jamuna Television

জামালপুর পাসপোর্ট অফিসে ৯ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা

জামালপুরের আঞ্চলিক পার্সপোট অফিসে দালাল চক্রের ৯ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে র‌্যাব ১৪ জামালপুরের একটি দলকে সাথে নিয়ে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ খান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন থেকে জামালপুর আঞ্চলিক পার্সপোট অফিসে একটি দালাল চক্র পাসপোর্ট করতে আসা বিভিন্ন ব্যক্তিদের নানা ভাবে ফাঁদে ফেলে পার্সপোট করিয়ে দেয়ার কথা বলে অতিরিক্ত টাকা আদায় এবং সরকারি কাজে বাঁধা দিয়ে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দালাল চক্রের ৯ সদস্যকে বিভিন্ন কাগজপত্রসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু আব্দুল্লাহ খান আটককৃতদের মধ্যে ৭ জনকে ৩ মাস করে কারাদণ্ড এবং ২ জনকে ৫শ’ টাকা করে জরিমানা করেন।

Exit mobile version