Site icon Jamuna Television

উগান্ডা যেয়ে পাকিস্তানের সমালোচনায় ভারত

উগান্ডায় অনুষ্ঠিত কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের এক অধিবেশনে কাশ্মির নিয়ে পাকিস্তানের বক্তব্যের কড়া সমালোচনা করলো ভারতীয় প্রতিনিধি দল।

রোববার অনুষ্ঠিত এ বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা বলেন সামরিক শাসন শুধুমাত্র পাকিস্তানে দেখা যায় যা ভারতে কখনোই দেখা যায়নি। এমনকি তারা সেসময় কাশ্মিরের বিষয় ভারতের অভ্যন্তরীণ ইস্যু বলেও মতামত দেয়।

এসময় ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ও বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলী বলেন, পাকিস্তান দীর্ঘ ৩৩ বছর সামরিক শাসনের অধীনে ছিল যেখানে ভারতীয়রা কখনোই এটি দেখতে পায়নি।

ভারতের প্রতিনিধি দলে রয়েছেন‌ লোকসভার স্পিকার ওম বিড়লা বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলী ও কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী ও এল হনুমন্থাইয়া।

এর আগে এ মাসের শেষের দিকে মালদ্বীপে দক্ষিণ এশিয়ার সম্মেলনেও পাকিস্তান কাশ্মীর ইস্যু উত্থাপন করেছিল।

Exit mobile version