Site icon Jamuna Television

কারফিউ উপেক্ষা করে ফের রাজপথে কাশ্মিরীরা

৩৭০ ধারা বাতিলের পর দ্বিতীয় দফায় কারফিউ জারির পরও ফের রাস্তায় নেমে স্বাধীনতার পক্ষে বিক্ষোভ মিছিল করলো কাশ্মিরীরা। শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভের পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত অধিকৃত কাশ্মির।

জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের প্রভাবে উপত্যকাটিতে গত ২৪ ঘন্টায় ২৩টি বিক্ষোভের খবর এসেছে।

কাশ্মিরের তথ্য সূত্র দিয়ে পাকিস্তানের জিয়ো টিভি জানিয়েছে, রাজধানী শ্রীনগরসহ জম্মু-কাশ্মিরের অন্তত ৯টি এলাকায় শনিবার ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় জনগণ। কারফিউ উপেক্ষা করে শুধু শ্রীনগর থেকেই ১৫টি মিছিল বেরিয়েছে।

এর আগে ইমরান খানের ওই ভাষণের পর শুক্রবার রাতেই কাশ্মীরের স্বাধীনতার ডাক দিয়ে ঘর থেকে বের হয়ে আসেন শত শত কাশ্মিরী। এসময় তারা ইমরান খানের পক্ষে শ্লোগান দেয়।

শনিবার দিনভর উপত্যকাটির বিভিন্ন এলাকায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী।

Exit mobile version