Site icon Jamuna Television

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়ে ১৯ মে

ব্রিটেনের প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের আগামী বছরের ১৯ মে নির্ধারণ করা হয়েছে। কেনসিঙ্গটন প্যালেস এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত মাসে এই জুটির আনুষ্ঠানিকভাবে বাগদানের খবরটি প্রকাশ করে রাজপরিবার।

এই বিয়ে উইন্ডসর ক্যাসেলের সেইন্ট জর্জ চ্যাপেল চার্চে অনুষ্ঠিত হবে। বিয়ের সব ধরনের খরচ বহন করবে রাজ পরিবার।

Exit mobile version