Site icon Jamuna Television

মোবাইল ফোন কারখানা হতে ক্যাসিনো সামগ্রী উদ্ধার

এবার নারায়ণগঞ্জে অবস্থিত একটি মোবাইল ফোন কারখানা হতে উদ্ধার করা হলো ক্যাসিনো সামগ্রী ও জুয়ার সরঞ্জান।

আজ রোববার নরায়ণগঞ্জের বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিঃ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ এর কারখানার ওয়্যার হাউস হতে মাহাজং নামক ক্যাসিনো বোর্ড ও অন্যান্য সামগ্রী আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, মোবাইল ফোন কারখানার কাঁচামালের সহিত মিথ্যা ঘোষণার মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে চাইনিজ ক্যাসিনো সামগ্রী (জুয়ার বোর্ড- মাহাজং) আমদানি করা হয়েছে। এই তথ্যের সূত্র ধরে আর বিকেলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জনাব শামীমা আক্তারের নেতৃত্বে একটি গোয়েন্দা দল রূপগঞ্জে অবস্থিত বেস্ট টাইকুন (বিডি) এন্টারপ্রাইজ লিঃ এর কারখানা প্রাঙ্গণে অভিযান চালিয়ে মাহাজং নামক ক্যাসিনো সামগ্রী উদ্ধার করে।

একইসাথে এগুলো আমদানিকালে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দেয়া হয়েছে বলেও জানায় কাস্টমস।

Exit mobile version